Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ :  কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক, সমাজকর্মী শাহীন আহমেদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ৩০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১২ টায় কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কুমড়িবিল পুলের উপর এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্র ও সাংবাদিক শাহীন জানান, গত মে মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন থেকে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। নির্বাচনের পর থেকে তার সমর্থকদের বিভিন্ন ভাবে মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণে মারার হুমকি দেয়া হচ্ছে।

এ বিষয়ে তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাত ১২ টার দিকে কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কুমড়িবিল পুলে আসা মাত্রই কামুদপুর গ্রামের ইজ্জাদুর রহমান, লোকমান হোসেন, গকুলনগরের আহাদ মিয়া, পূর্ব কালীপুরের আশিক মিয়াসহ আরও ৪-৫ জন অতর্কিত ভাবে চলন্ত মোটরসাইকেলসহ তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং শাহীন আহমেদ দু হাত, পা ও কাধে আঘাত প্রাপ্ত হন। এ সময় শাহীন আহমেদ এর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়রা শাহীন আহমেদকে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে চিকিৎসা গ্রহন করান। এ ঘটনায় শাহীন আহমেদ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।