Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : মৌলভীবাজারে চ্যানেল আইয়ের ১৮ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার ১ অক্টোবর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে বণাঢ্য র‌্যালী বের হয়ে আবার প্রেসক্লাবেক এসে কেককাটা ও ফুল দিয়ে বরনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।

প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল আইর মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের সভাপতিত্বে ও প্রথম আলো প্রতিনিধি আকম হোসেন নিপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান, জেলা ম্যাজিষ্ট্রেট মো: ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি রাধা পদ দেব সজল, সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব, দৈনিক বাংলাদিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দেশটিভির প্রতিনিধি সালেহ এলাহি কুটি, সময় টিভির প্রতিনিধি শাহ অলিদুর রহমান, এসএ টিভিরি প্রতিনিধি পান্না দত্ত, ভোরের পাতা প্রতিনিধি এস এ কাকন প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় জেলার ইলেক্টনিক্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।