খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : প্রবিনদের শ্রদ্ধা করুন পিতামাতার প্রতি যত্ন বান হউন ,আজকের নবীনরাই আগামীদিনের প্রবিণ, প্রবিণদের সহযোগিতা নিয়েই নবীনদের সামনে এগিয়ে যেতে হবে, প্রবিণদের বৈশম্য দূর করতে হবে দেশ ও জাতি গঠনে প্রবীনদের পরামশ ও সহযোগিতা নিতে হবে, প্রবীণ দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা কালে সমাজকল্যান বিষয়ক মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ীত কমিটির সভাপতি সাংসদ আলহাজ ডাঃ মোজ্জাম্মেল হোসেন এ কথা বলেন।
প্রবিণদের বৈশম্য দূর করতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্দ্যেগ আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যায়ন থেকে বর্ণঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ম্যকপার্সন লাইব্রেতে এসে শেস হয়। পরে লাইব্রেরীতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মামুনূলরশিদ,শিক্ষাবিদ অধ্যাপক মোজ্জাফ্ফার হোসেন, অধ্যাপক খান সালে আহম্মেদ,অধ্যাপক বুলবুল কবির,সমাজ সেবা বিভাগের উপপরিচালক এম রিজাউল করিম, আলহাজ ফরিদা জব্বার,রিকের এরিয়া ম্যানেজার আসাদুর রহমান প্রমুখ।আলচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।