Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ :  আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় দূর্গোৎসব। এখন মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন রং ও তুলির কাজ করে। বিভিন্ন ভাবে সৌন্দয্য মন্ডিত করে গড়ে তোলার জন্য আপ্রাণ ভাবে তুলির আচর টানছে প্রতিমার উপর। ইতিমধ্যে জেলা আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দূর্গোৎসবকে ঘিরে শেরপুরে এখন উৎসবের আমেজ বয়ছে। পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কেনাকাটা, আত্মীয় স্বজন নিমন্ত্রণের ধুম পড়েছে। শেরপুরে এবার ১৪২ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর সোমবার ভোরে মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গোৎসব।

এ ব্যাপারে জেলা প্রশাসক ডা. এম পারভেজ রহিম জানান, দূর্গাপূজা চলাকালিন সময়ে ইভটিজিংসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সক্রিয় অবস্থায় থাকবে। উক্ত ভ্রাম্যমান আদালত কৃত অপরাধের জন্য তাৎক্ষনিক সাজা প্রদান করবেন। এছাড়াও জেলা পুলিশ সুপার মেহেদুল করিম জেলা পূজা উদযাপন কমিটির সাথে এ নিয়ে মতবিনিময় সভা করেছেন। বিভিন্ন পূজা মন্ডপে পুলিশ ছাড়াও আনসার সদস্য থাকবে, নিয়মিত র‌্যাব-পুলিশের টহল ছাড়াও অতিরিক্ত টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা নিয়োজিত থাকবে।

অপরদিকে শেরপুরের ঝিনাইগাতীতে ১৭টি স্থায়ী অস্থায়ী পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় সবগুলি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিমাগুলিতে চলছে রং তুলির ছোয়ার কাজ। এদিকে দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী থানা প্রশাসনের সঙ্গে ঝিনাইগাতী পূজা উদযাপন কমিটির সভাপতিসহ সকলেই অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেছেন। থানা প্রশাসন পূজা উৎসবের আইন শৃঙ্খলার সকল রকম সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সঙ্গেও উক্ত পূজা উদযাপন কমিটির আলোচনা হয়েছে। তিনিও অত্র উপজেলায় সবগুলি পূজা মন্ডপে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে করা নজরদারি রাখার আশ্বাস দেন। প্রকাশ থাকে যে, অত্র ঝিনাইগাতী উপজেলায় প্রায় অর্ধ লক্ষ সনাতন ধর্মাবলম্বী লোক রয়েছে। একই অবস্থায় শ্রীবরদী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার দূর্গোৎসবের পূর্জা মন্ডপের কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। অত্র উপজেলাগুলিতেও যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূর্জা উদযাপন করতে পারে যাতে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।