Mon. Oct 20th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে শনিবার কুড়িগ্রাম জেলা প্রবীন হিতৈসী সংঘ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রবীন হিতৈসী সংঘের সভাপতি একেএম সামিউল হক নান্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মমতাজুল ইসলাম, প্রাক্তন অধ্যাপক শাহালম খন্দকার. প্রাক্তন কলেজ শিক্ষক মাহবুবুর রহমান মোমিন, ডাঃ নাসির উদ্দিন, অধ্যাপক আফতাব উদ্দিন, খাইরুল আনাম, খোদেজা খানম,সংগ্রামী প্রীতি বাধন প্রমুখ।