খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বয়স্ক বৈষম্য দূর করুন’ ।
গতকাল শনিবার বেলা সাড়ে ৯টায় প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার আয়োজনে ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)এর সহযোগীতায় পুরাতন কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। পরে নওগাঁ জিলা স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচন সভায় জেলা শাখার সভাপতি অধ্যাপক ইমরুল কায়েশ চৌধূরীর সভাপতিত্বে উপদেষ্টা আব্দুল কাইয়ুম, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, রিক সিনিয়ার অফিসার আঃ আজিম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা এসময় প্রবীণদের বিভিন্ন অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন।