খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের গুনবহা কামার গ্রামের ওবাইদুর মোল্যাকে (২২) মাদকসেবনের অপরাধে শনিবার (০১.১০.১৬) দুপুরে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. খায়রুজ্জামান। আদালত সূত্রে জানা যায় শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বোয়ালমারী মাছ বাজার থেকে আটক করে। এ সময় তার লুঙ্গীর মধ্যে থাকা দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে। ওইদিন দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে উঠালে ১৯৯০ এর ১৯ সের ৯ ধারায় এ সাজা দিয়ে ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন।