খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে একটি মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। জালাল উদ্দিন রুমি নামের নারায়নগঞ্জের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলায় গতকাল রাত পৌনে ১০টার দিকে মুক্তারপুরে (ঢাকা মেট্র ক ০৪-০০৭১) একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে পড়ে যায়। নৌ-পুলিশের ইনর্চাজ মো. মোশারফ এ নের্তৃতে টানা ১৭ঘন্টার অভিযানে প্রাইভেকারটি উদ্ধার করা হয়।
ড্রাইভার রুবেল জানান, গাড়ির মালিকের ছেলে জালাল উদ্দিন রুমি তার দুই বন্ধুকে নিয়ে ধলেশ্বরী সেতু ভ্রমণ করতে আসেন। দুই তিনবার ঘুরে আমাদেরকে নামিয়ে দেন সে। পরে জালাল উদ্দিন রুমি একা গাড়ি নিয়ে ব্রীজের উপর উঠেন এবং গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের পশ্চিম পার্শ্বের রেলিং ভেঙ্গে ধলেশ্বরী নদীতে পড়ে যায়। জালাল উদ্দিন রুমি নারায়নগঞ্জের আমলা পাড়ার হাজী আব্দুর রউফের ছেলে।
সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, ঘটনার পর রাত ২টার দিকে নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভীর নিচ থেকে নিখোঁজ মাইক্রোবাসটির বাম্পার উদ্ধার করা হয়েছে। পরে মাইক্রোবাসটিরও সন্ধান পাওয়া যায়।
এ ব্যাপারে (বি.আই.ডাব্লি.টি.এ) ডুবুরী মো. মাছুম জানান, ঘটনার পর রাত ১২টার থেকে ২টা পর্যন্ত আমাদের একটি টিম নদীর তলদেশ প্রায় ৬০ফুট পানির নিচ থেকে নিখোঁজ প্রাইভেটকারটির বাম্পার উদ্ধার করেছে। শনিবার সকাল ১০টার দিকে প্রাইভেটকারটির খুজঁতে ধলেশ্বরী নদীতে নামলে প্রাইভেটকাররে সন্ধান পাই। পরে এলাকাবাসী, ফায়ার সার্ভিস এবং আমরা প্রায় ৫ঘন্টা অভিযান চালানোর পর প্রাইভেটকারটি উপরে আনতে সক্ষম হই। প্রাইভেটকার থেকে ২টি মোবাইল ফোন পাওয়া যায়। একটি আইফোন আর অপরটি সেমফোনি।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মাইক্রোবাসটি উত্তর নাকি দক্ষিণ দিক থেকে এসেছে তা জানা যায়নি। টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। মুক্তারপুর সেতুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙে মাইক্রোবাসটি ধলেশ্বরী নদীতে পড়ে ডুবে যায়। এসআই আরো জানান, মাইক্রোবাসে ১জন লোক ছিল তা নিশ্চিত মাইক্রোবাসের ড্রাইভার রুবেল। রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে তিনি জানান।