খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে পুকুরে পানিতে ডুবে সিথি (৭) ও ঋতুপর্ণা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার উত্তর গোতামারী গ্রামে এ ঘটনা ঘটে। তারা গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী গ্রামে নরেন্দ্রনার্থের শিশু কন্যা সিথি ও রঞ্জিতের কন্যা ঋতুপর্ণা।
তারা দু’জনে আজিমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী।
পরিবার সুত্রে জানা গেছে, শনিবার দুপুর বাড়ির আঙ্গিনায় ওই দুই শিশু খেলছিল। হঠাৎ আঙ্গিনায় থেকে তারা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি পর বাড়ি পার্শ্বে পুকুরে মৃত অবস্থায় শিশু দুইটির লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।