খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : “বয়স বৈষম্য দুর করুন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হল বান্দরবন জেলায়। গতকাল ১ অক্টোবর শনিবার সকালে জেলা প্রশাসক বান্দরবন কার্যালয় প্রাঙ্গণ হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় ।
উক্ত র্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বাদশা মিয়ার সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী , জেলা ম্যাজিষ্ট্রেট মফিদুল আলমসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা ছাড়াও স্থানীয় প্রবীণ ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবীণদের উৎসাহ প্রদানের পাশাপাশি মমতাময়ী, মমতাময় ও শতায়ুদের সম্মাননা প্রদান করা হয় । আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, প্রবীণদের মধ্যে যোগ্যতা রয়েছে, প্রবীণদের জ্ঞান , দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব।