খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : জঙ্গিবাদ ও সন্ত্রাস কখনই এদেশে প্রতিষ্ঠা পাবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
তিনি বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের ব্যাপক সফলতা রয়েছে। যে সকল জঙ্গি সংগঠন সৃষ্টি হয়েছিল তাদের মাথা আমরা ভেঙে দিয়েছি। জঙ্গিবাদ সংগঠিত করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের লাশও পরিবার গ্রহণ করেনি। ভুলবসত জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তারা সঠিক পথে ফিরে আসলে এবং তাদের দ্বারা কোনো ফৌজদারী অপরাধ সংগঠিত না হয়ে থাকলে আইনী সহায়তা দেওয়া হবে।
শনিবার শরীয়তপুরে আইজিপির বাবা-মার নামে প্রতিষ্ঠিত মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে আইজিপি বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও এ প্রতিষ্ঠানে লক্ষ্য।’
পুলিশ প্রধান অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানকে নজরদারির মধ্যে রাখুন। সন্তান যেন কোন অবস্থায় অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়তে না পারে।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায়, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক।
এ বছর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ায় কোনো সিনিয়র শিক্ষার্থী না থাকায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আইজিপি একেএম শহীদুল হক শিক্ষার্থীদের বরণ করেন।