Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন জন সংরক্ষিত মহিলা সদস্যসহ ১২ জন ইউপি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার (১ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাটের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামীলীগে যোগদান করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ জেলার অন্যান্য নেতারা তাদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন।

আওয়ামীলীগে যোগদান কারীরা হলেন, জেলার আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য শামসুন্নাহার পেরিস, মনোয়ারা বেগম ও হাসিনা বেগম এবং সদস্য আবু তাহের, মজিরুল ইসলাম, ফজলুল করিম, আনিসুল হক, উত্তম কুমার, আজিবর রহমান বিহারী, বজলার রহমান, আমির হোসন ও সায়েদুর রহমান।

জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. মির্জা সারোয়ার হোসেন, আব্দুল কাদের, কামরুজ্জামান শেখ মিলন, এ্যাড. আনিছুর রহমান প্রমূখ।

যোগদানকারী তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সহ অন্য সকল সদস্যরা এর আগে বিএনপি সহ বিভিন্ন দলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলেন।