Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ :  কনটেইনার ও ভারী পণ্য পরিবহনকারী যান প্রাইম মুভার ধর্মঘট স্থগিত হওয়ায় চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। তবে আগামী মঙ্গলবারের মধ্যে দাবি আদায় না হলে আবারও ধর্মঘট শুরু ঘোষণা দেওয়া হয়েছে।

প্রাইম মুভার মালিক-শ্রমিকদের টানা পাঁচদিনের ধর্মঘট শর্ত সাপেক্ষে স্থগিতের পর গতকাল শুক্রবার রাত থেকে কনটেইনার পরিবহন শুরু হয়েছে।

গত সোমবার থেকে এই ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়ে কনটেইনারনির্ভর আমদানি-রপ্তানি বাণিজ্য। এর ফলে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ কনটেইনার জট। বিপর্যয়ের মুখে পড়ে তৈরি পোশাকশিল্প। ধর্মঘটের ফলে বন্দরে ৩৬ হাজার ৩৫৭ একক কনটেইনার ধারণক্ষমতার বিপরীতে আটকা পড়ে ৪০ হাজার ২৫৯ কনটেইনার। অচলাবস্থার কারণে বন্দরে আসা বেশ কিছু জাহাজ পণ্য না নিয়েই ফিরে যায়।

মহাসড়কে কনটেইনার পরিবহনের ক্ষেত্রে ৩৩ টনের বেশি ওজন হলে উচ্চ হারে জরিমানার বিধান করে সরকার। এর প্রতিবাদে গত সোমবার থেকে কনটেইনার পরিবহন বন্ধ করে ধর্মঘট শুরু করে প্রাইম মুভার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার চৌধুরীর সঙ্গে বৈঠকে জরিমানা ছাড়া সাড়ে ৪২ টন পণ্য পরিবহনের সুযোগের আশ্বাসের পর ধর্মঘট স্থগিত করেন পরিবহন মালিক-শ্রমিকরা। একই দাবিতে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের ঘোষিত কর্মসূচিও মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।