খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : দীর্ঘ একযুগ পর সম্পন্ন হল ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ফটিকছড়ি কলেজ মাঠে সকালে সমাবেশের পর বিকালে ১৭ ইউনিয়ন, দু’পৌরসভা ও চট্টগ্রাম উত্তর জেলাসহ ৪১৪ কাউন্সিলর ৬৭ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ভোটারা ভোট প্রদান করেন।
সভাপতি পদে মুজিবুল হক চৌধুরী, সাবেক বর্তমান সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী,বর্তমান সাধারন সম্পাদক এম সোলেমান বি,কম, সাধারন সম্পাদক পদে সাবেক আলোচিত ছাত্রনেতা এইচ এম আবু তৈয়ব ও নাজিম উদ্দিন মুহুরী প্রতিদ্বন্ধিতা করেন।
সূত্র জানায় গত ২০০৪ সালের ২৪ মার্চ উপজেলা বীর মুক্তিযোদ্ধা মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছিল। নানা কারণে যা দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে বর্তমান পর্যন্ত বহাল রয়েছে।
নেতাকর্মীদের দাবীর মুখে বিভিন্ন সময় নিয়ম মেনে দলের কাউন্সিল হওয়ার উদ্যোগ এসেও নানা কারণে তা ভেস্তে যায়। কয়েক বছর ধরে আনুষ্ঠানিক ভাবে সম্মেলন ও কাউন্সিল হওয়ার বিষয়ে দলীয় ভাবে গঠনতান্ত্রীক ঘোষণা আসলে রহস্যজনক প্রক্রিয়ায় তা বার বার পিছিয়ে গিয়ে সম্মেলনের বিষয়টি ঝুলে যায়। বিভিন্ন সময় এভাবে আরো বহুবার উদ্যেগ নিয়েও সম্মেলন হয়নি ।
অবশেষে শনিবার বিকালে শুরু হয় ভোট গ্রহন। ভোট গ্রহনের পর গননা শেষে রাত প্রায় সাড়ে নয়টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী ।
সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মুজিবুল হক চৌধুরী ২১৭ ভোট এবং সাধারন সম্পাদক পদে নাজিম উদ্দিন মুহুরী ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে বর্তমান সভাপতি আফতাব উদ্দিন ৪৪ ভোট ,সোলেমান বি,কম ১৩৫ ভোট এবং সাধারন সম্পাদক পদে এইচএম আবু তৈয়ব ১৯৩ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণাকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, এটিএম পেয়ারুল ইসলাম, ফখরুল আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।