খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানার অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ১টি পিস্তল, ১টি প্লাইগান, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি কিরিচ ও ০১টি কুড়াল, ৩,৫৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ,৩০ লিটার মদ, ও ৩টি মোটরসাইকেল । মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয় ১৯টি।
শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এঅভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসাইন বার্তা সংস্থা এনবিএসকে জানান, অভিযানে জিআর ৪ জন, সিআর ৮ জন ও সাজাপ্রাপ্ত ০৬ জন আসামী গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কাগজপত্র বিহীন গাড়ী আটক করে ৪৬টি ও ৬৩১টি মামলা দায়ের করে। এ ছাড়া ট্রাফিক বিভাগ জরিমানার ৩,১১,১৫০/- টাকা জরিমানা আদায় করে।