খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় শুরু হয়ে এই সংলাপ দুই ঘণ্টারও বেশি সময় চলে। জঙ্গিবাদ দমন বিষয়ে এতে আলোচনা হয় বলে জানা গেছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আয়োজিত নিরাপত্তা সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি ও সামরিকবিষয়ক বিভাগের উপসহকারীমন্ত্রী উইলিয়াম মোনাহান। ঢাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সংলাপে জঙ্গি দমনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বলে জানা গেছে।