Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা শিল্প গ্রুপের সুতার কারখানা যমুনা স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবী করেছে ফায়াস সার্ভিস কতৃপক্ষ। তারা জানান, কয়েক ঘণ্টার টানা চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন আর আশপাশে ছড়াবে না। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুটা সময় লাগবে। ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস জানায়, রবিবার ভোর সোয়া ৫টার দিকে ওই স্পিনিং মিলের একতলা টিনসেড ভবনের তুলার রিসাইক্লিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই তা ফিনিসিং ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং দিয়ে আগুন নিভানের চেষ্টা কওে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে জয়দেবপুর, সাভার ইডিজেডসহ বিভিন্ন স্থান আরো আরো ৮টি ইউনিট আগুনে নেভানের কাজে যোগ দেয়। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।