খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : পঞ্চগড়ের তৃণমূল পর্যায়ে বক্সিং প্রতিভা অন্বেষনে নয় দিনব্যাপি এ্যমেচার বক্সিং প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
রোববার (২ অক্টোবর) সকালে সমাপনি অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট প্রশিক্ষণে অংশ গ্রহনকারি ১৬ জনকে সনদপত্র, খেলোয়ারী পোষাকসহ ক্রীড়া সরঞ্জাম প্রদান করেন।
গত ২৪ সেপ্টম্বর শনিবার বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা এই কর্মশালার আয়োজন করে। বাছাই পর্বে জেলার পাঁচ উপজেলার ৬০ জন খেলোয়ার অংশ নেয়। এদের মধ্যে ৮ জন ছেলে এবং ৮ জন মেয়ে খেলোয়ার বক্সিং প্রশিক্ষণে অংশ গ্রহনের সুযোগ পায়। কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের জাতীয় কোচ মো. আসাদুর রহমান। এছাড়া প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. রাজিব হাসান, নির্বাহী সদস্য ও সহকারি বক্সিং প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন বাবু প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সহকারি বক্সিং প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, নয় দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারী এই ১৬ জন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের উদ্যোগে রংপুরে বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বে অংশ গ্রহন করবে। পর্যাক্রমে তাদের জাতীয় পর্যায়ে অংশ গ্রহনেরও সুযোগ থাকবে।