খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. খায়রুজ্জামান ছয় জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেছেন। এরা হলো উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের সুজন মোল্যা (২০), ওবাইদুর মোল্যা (৩৫), আকিদুল ইসলাম (২৬), শাহাদৎ মোল্যা (৪২), খরসূতি গ্রামের নাজমুল মোল্যা (৩৬) ও নায়েব আলী শেখ (৩৮)। থানা পুলিশ রোববার সকালে রানীদৌলা গ্রাম থেকে জুয়াখেলা অবস্থায় তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।