খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : আগামী ৬ অক্টোবর সনাতন ধর্মালম্বিদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজশাহীর চারঘাটে ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা তৈরীর শিল্পিদের পাশাপাশি সনাতন ধর্মালম্বিরা। উপজেলা জুড়ে চলছে সাজ সাজ রব। সামনে আর কয়টা তিন বাকী থাকায় দিন রাত সমান তালে চলছে প্রতিমা তৈরীর কাজ। ইতিমধ্যে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। তবে রংতুলির কাজ এখনো শেষ হয়নি । উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
শরতের শেষান্তে আর হেমন্তের আগমনে শিউলি ঝরা আর রজনী গন্ধার সুবাশে উদ্বেলিত ধর্মপ্রান হিন্দু স¤প্রদায় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে তাদের মাঝে চলছে আনন্দের উল্লাস। এ দিকে শান্তিপুর্ন ভাবে পুজা উদযাপনকে কেন্দ্র করে চারঘাট মডেল থানা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন জানান, এ বছর উপজেলার ৩৪ টি পুজা মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয়া দুর্গাপুজা। দুর্গাপুজা শান্তিপুর্ন ভাবে উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি থাকবেন পুলিশ সদস্য। এছাড়াও আইন শৃংখলাসহ সার্বিক বিষয় মাথায় রেখে প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত মটর সাইকেল সাদা পোশাকে একদল পুলিশ টহল করবেন প্রতিটি মন্ডপ এলাকায়। কোথাও কোন ধরনের বিশৃংখলা যাতে না হয় সেদিক বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারন সম্পাদক শ্রী সঞ্জিত কুমার জানান, প্রতি বছরের ন্যায় এবারো শারদীয়অ দুর্গাদেবীকে বরন করতে সব ধরনের কাজ করে যাচ্ছে তারা। আগামী ৬ অক্টোবর দিনগত রাত থেকে শুরু হবে দুর্গাদেবীর আনুষ্ঠিকতা এবং ১১ অক্টোবর দুর্গাদেবীকে বিস্বর্ষজনের মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
তিনি বলেন, পৌরসভা এলাকায় ৮ টি,সদর ইউনিয়নে ৩ টি, সরদহ ইউনিয়নে ৪ টি, ইউসুফপুর ইউনিয়নে ৩ টি, শলুয়া ইউনিয়নে ৫ টি, ভায়ালক্ষিপুর ইউনিয়নে ১ টি এবং নিমপাড়া ইউনিয়নে ১০ টি সর্বমোট ৩৪ টি পুজা মন্ডপে এখন চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পিরা নাওয়া খাওয়া ভুলে দিন রাত সমানতালে তালিয়ে যাচ্ছেন দুর্গাদেবীকে মনের মত করে ফুটিয়ে তুলতে রং তুলির কাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, সনাতন ধর্মালম্বিদের বড় ধর্মীয উৎসবকে ঘিরে যাতে করে কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিশৃংখলা এড়াতে এখন থেকে পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন।