Mon. Oct 20th, 2025
Advertisements

59খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপারা ইউনিয়নের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আটপারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবু বকর সিদ্দিকুর রহমান, সহকারী পুলি সুপার শ্রীনগর সার্কেল সামসুজ্জামান বাবু, আটপারা ইউনিয়ানের চেয়ারম্যান আইয়ুব আলী খান আটপারা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসনে, সভাপতিত্ব করেন সাইদুর রহমান । এতে বক্তরা আটপারা ইউনিয়কে মাদ্যক,বাল্য বিবাহ, সস্ত্রাস দমন করতে হবে। আটপারা ইউনিয়নের পাচঁ শত লোক উপস্থিত ছিলে।