Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গা পুজাকে সামনে রেখে ব্যাপক প্রস্ততি গ্রহন করেছে উপজেলা প্রশাসন। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে পুজা উৎযাপন কমিটির সভায় এসব তথ্য তুলে ধরেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাফর রিপন। বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহারুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব,হিন্দু বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু গৌরাঙ্গ রায় প্রমূখ।
সভায় ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান বলেন হিন্দুদের স্বারদীয় দুর্গা পুজা উৎসবের জন্য ত্রিশালে আইনশৃংখলা বাহিনী বিশেষ তৎপরতা অব্যহত রাখবে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ মোবাইল টিম কাজ করবে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশে হিন্দু ধর্মালম্বীরা যাতে সানন্দে পুজা উদযাপন করে সে দিকে লক্ষ রেখে সকল পুজা মন্ডব গুলোতে তদারকি করবে উপজেলা প্রশাসন। এবার ত্রিশাল উপজেলা ৬৪টি পুজা মন্ডবে পুজা উদযাপিত হবে।