
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর অটোয়ার পার্লামেন্ট হিলে আয়োজিত সপ্তম বিশ্ব তরুণ নেতৃত্ব সম্মেলনে মূল বক্তৃতা প্রদান করেছেন প্রফেসর ইউনুস। এতে সারা বিশ্বের ১৯৬ টি দেশ থেকে আসা ১ হাজার ৩০০ জন তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করে নিজেদের চিন্তা-ভাবনা উপস্থাপন করেন ও বিশ্বনেতাদের কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করেন। প্রফেসর ইউনুস ও ট্রুডো ছাড়াও এই সম্মেলনে আরো অংশগ্রহণ করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট এবং জলবায়ু একটিভিস্ট মেরি রবিনসন, দারিদ্রতা নিয়ে কাজ করা সঙ্গীতজ্ঞ বব গেলডফ।
সম্মেলনে ইউনুস বলেন, আমি স্বপ্ন দেখি দারিদ্রতা, বেকারত্ব, কার্বন নি:সরণমুক্ত বিশ্বের। এই তিনটি দুর্বলতা থেকে বিশ্বকে রক্ষা করতে পারে তারুণ্য, প্রযুক্তি ও সামাজিক ব্যবসায়ের শক্তি। এ সময় বর্তমান স্বার্থপর সভ্যতা কাটিয়ে তরুণদের নিজের স্বপ্নের মত করে বিশ্বকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।