Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

72খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ শহরের গনকপাড়া এলাকায় নির্মানাধীন ভবনের ৪র্থ তলা থেকে পড়ে শ্যামল (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গনকপাড়া এলাকায় ৪র্থ তলায় নির্মাণাধীন ভবনে শ্যামলসহ ৪-৫ জন শ্রমিক কাজ করছিল। ফ্লোরে নানা আবর্জনা থাকায় শ্যামল নিজে পরিস্কার করছিলেন। ভবনটির সাইডে কোন দেয়াল ছিল না। ফ্লোরে শেওলাযুক্ত পানিতে পা রাখার পর হঠাৎ পা পিছলে পড়ে যায়। পরে সহযোগী শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক গনকপাড়া এলাকার আঃ লতিফ শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, নির্মাণ কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে এই দূর্ঘটনা ঘটেছে। লাশ সদর হাসপাতলে রাখা হয়েছে স্বজন রা আসলে লাশ হস্তান্তর করা হবে।