Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75kখোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে রোববার এতথ্য জানিয়ে বলা হয়, সোমবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। আগামী ১২ অক্টোবর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়য়ের যুগ্ম সচিব মোঃ হাফিজ উদ্দিন।
সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুল ইসলাম, মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মোঃ আলফাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।