খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনার পরপরই ফ্লাইট পরিচালনায় বিপযর্য় ঘটেছে ভারতের। আকাশসীমার নিম্নস্তর দিয়ে বিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও গাল্ফ দেশগুলোতে ফ্লাইটের রুট পরিবর্তন করতে হয়েছে ভারতকে। যে কারণে এসব দেশে ফ্লাইটে সময় বেশি লাগছে ভারতের। খবর এনডিটিভির
পাকিস্তান বিমান পরিচালনা কর্তৃপক্ষ এক নোটিশে (নোটাম) জানায়, লাহোরের ওপর দিয়ে উড্ডয়ন করা সব ফ্লাইটকে এখন থেকে ২৯ হাজার ফুট ওপর দিয়ে এ এলাকা পাড়ি দিতে হবে। নোটামে প্রক্রিয়াগত কারণ দেখিয়ে পুরো অক্টোবর মাসের জন্য এই বিধিনিষেধ আরোপ করা হয়।
গত সোমবার একই ধরনের অপর এক নোটামে, করাচির ওপর দিয়ে যাওয়ার সময় সব বেসামরিক ফ্লাইটকে ৩৩ হাজার ফুট ওপর দিয়ে যেতে বলা হয়।
খবরে বলা জয়, পাকিস্তানের আকাশসীমার নিম্নস্তর পাকিস্তানের যুদ্ধ বিমানের জন্য সংরক্ষণ করা হয়েছে। আর এ কারণেই অনেক ওপর দিয়ে ফ্লাইট পরিচালনায় বিলম্ব ঘটছে ভারতের।