খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সৃজনশীলে অতিরিক্ত প্রশ্ন বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী ৪ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন তারা।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সৃজনশীল পরীক্ষায় অতিরিক্ত প্রশ্ন বাতিলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র জুবায়েদুল রাইয়ান রাকিব বলেন, পূর্বের মানবণ্টন অনুযায়ী পরীক্ষা নিতে হবে। নতুন পদ্ধতিতে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের উপর চাপ পড়বে। তাই আগামী ৪ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া ৩৫টি কলেজ সংহতি জানায়। অন্যদিকে একই দাবিতে রোববার দুপুরে রাজধানীর শান্তিনগরে সড়ক অবরোধ করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে শান্তিনগর থেকে কাকরাইল, মৌচাক, বেইলী রোড এবং রাজারবাগ পুলিশ লাইন্স সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।