Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আশ্বাস পেয়ে বাংলাদেশ নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে বিভিন্ন উপায়ের প্রস্তাব দিতে যাচ্ছে কানাডার কাছে। এই জন্য একযোগে কাজ করবে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। এই তিন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল কানাডা সফর করবে। তারা সেখানে আলোচনা করবে সেখানকার আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। এছাড়া বাংলাদেশের এটর্নি জেনারেলও এই ব্যাপারে কাজ করবেন। তারা কানাডার সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রধান আইন কর্মকর্তা ও নূর চৌধুরীর মামলার সরকার পক্ষের আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশ কানাডার আইনী সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখেই কাজ করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কানাডার কাছে এত বছর ধরে নূর চৌধুরীকে ফেরত চাওয়া হচ্ছে কিন্তু এর আগে কানাডা তাকে ফেরত দিতে সম্মত ছিলো না। তাদের আইনের যে সীমাবদ্ধতা ছিল, বার বার সেটাই জানিয়েছে বাংলাদেশকে। তাদের সংবিধানের সীমাবদ্ধার কথাও বলেছে। নূর চৌধুরী স্বীকৃত খুনী, সর্বোচ্চ আদালতে তার শাস্তি হয়েছে এটা জানার পরও তাদের তরফে তাকে ফেরত দেওয়া সম্ভব ছিলো না। এই কারণে এর আগে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। আমরা এর আগেও নানাভাবে চেষ্টা করেছি। পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ও কাজ করেছে। কিন্তু সেটা ছিলো আমাদের অবস্থান থেকে। আমরা তাদের কাছে ফেরত চেয়েছি। চিঠি চালাচালি হয়েছে। তবে এবার আর সেইভাবে করা হচ্ছে না। এবার নূর চৌধুরীকে ফেরত নেওয়ার জন্য দুই দেশ সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সেই কারণেই সব মন্ত্রণালয়কে নিয়ে আমরা আগে আলোচনা করবো। এরপর একটি সিদ্ধান্ত নেব।
সূত্র জানায়, এখন এই ব্যাপারে আইনমন্ত্রী কাজ করছেন। তিনি সব দিক খতিয়ে দেখে উপায়গুলো বের করার পর এনিয়ে বাংলাদেশের প্রতিনিধিরা কানাডা সফর করেন। তারপর কানাডার সঙ্গে আলোচনা হবে। তারা ঐক্যমত হলে সেই উপায়ে তাকে ফেরত আনার প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। তৃতীয় দেশের মাধ্যমে ফেরত আনার বিষয়টিও এখনও পর্যন্ত যুঁতসই একটি উপায় হিসাবে বিবেচনায় রয়েছে।
সরকারের একজন নীতি নির্ধারক মন্ত্রী বলেন, নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে অবস্থার উন্নতি হয়েছে কারণ কানাডার প্রধানমন্ত্রী এই ব্যাপারে উপায় বের করার জন্য বলেছেন। এই জন্য দুই পক্ষের মধ্যে আলোচনার কথাও বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুুডো তার দেশে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজতে দু’দেশের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা শুরুর পক্ষে মত দিয়েছেন। তিনি আরো বলেন, কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনের ফাঁকে আমি জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে ট্রুডো দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানেরও প্রশংসা করেন।
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, কানাডা থেকে নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে আমরা উপায় বের করছি। ইতোমধ্যে একাধিক উপায়ও বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করবো। এরমধ্যে যেটি সবচেয়ে ভালো ও ন্যায় বিচার নিশ্চিতপূর্বক তাকে ফেরত আনা যাবে সেই উপায়টি আমরা তাদের সঙ্গে আলোচনা করবো।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, নূর চৌধুরীকে আমরা ফেরত আনতে পারবো সেই ব্যাপারে আশাবাদী। তবে সময় একটু বেশি লাগতে পারে। সূত্র: আমাদের সময়.কম