খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, একটা ভালো নির্বাচন কমিশন ভালো নির্বাচন করবে আর ভালো নির্বাচনের জন্য নির্বাচনে সকল অংশগ্রহণকারী দলের সমর্থন যেমন লাগবে তেমনি সরকারেরও সমর্থন লাগবে।
মুন্নী সাহার সঞ্চালনায় এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রায় তিনি একথা বলেন। এছাড়া ছিলেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, একটা ভালো নির্বাচন কমিশন গঠনের ব্যাপারটা প্রধানমন্ত্রী একবারে নাকচ করে দেন নাই। একটা ভালো নির্বাচন করতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন সব দলেরই প্রত্যাশা থাকে। আমাদের দেশের নির্বাচন কমিশনের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কমিশন যতই ভালো নির্বাচন করুক না কেন, পরাজিত দল কখনোই ভালো বলে নাই। অথচ একটা ভালো নির্বাচন করার প্রধান শর্ত হলো একটা যোগ্যতর মানুষকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করা।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন করা নিয়ে মাত্র আলোচনা শুরু হয়েছে। এটা ফেব্রুয়ারি মাস নাগাদ গিয়ে চূড়ান্ত রূপ পাবে। এতে আমাদের হাতে দুই তিন মাস সময় আছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরবে। বিএনপি কিভাবে নির্বাচনে আসবে সেটা তারা জানিয়ে দিয়েছে।
আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে যেহেতু এই মাসের শেষে তাদের কাউন্সিল হবে। সেখানেও নির্বাচনী একটা উত্তাপ থাকবে বলে মনে হয়। ইতি মধ্যে সরকারের মিত্র দল জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা শুরু করেছে। কাজেই নির্বাচন নিয়ে আমরা অনেক আলোচনা করবো।
বুলবুল বলেন, আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একটা প্রশ্নই করা হয়েছিলো, কেমন নির্বাচন কমিশন আসবে। সেখানে প্রধানমন্ত্রী কোনো সুখকর অভিজ্ঞতা তুলে ধরতে পারেননি।