খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৯৯৫ সালের আয়কর বিবরণীতে তার ব্যবসায় ৯১ কোটি ৬০ লাখ ডলারের ক্ষতি দেখিয়ে ১৮ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে কোনও আয়কর দেননি।
‘দ্য নিউইয়র্ক টাইমস’ শনিবার এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি সম্প্রতি ট্রাম্পের ওই আয়কর বিবরণী হাতে পেয়ে এটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ক্ষতির পরিমাণ এত বেশি দেখিয়েছিলেন যে এতে করে তিনি কর এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন।
ট্রাম্পের প্রচারশিবির টাইমস এর এ প্রতিবেদনের জবাবে এক বিবৃতিতে বলেছে, পত্রিকাটি অবৈধভাবে কর সংক্রান্ত কাগজপত্র হাতিয়েছে। তাছাড়া, পত্রিকাটি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করছে।
ট্রাম্পের শিবির বরাবরই তার আয়কর বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ট্রাম্পের ব্যবসায়ে ক্ষতির পরিমাণটি তারা নিশ্চিত করে বলেনি আবার অস্বীকারও করেনি।
আয়কর বিবরণী প্রকাশ না করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কমপক্ষে ৪০ বছরের প্রথা ভেঙেছেন ট্রাম্প। সব প্রেসিডেন্ট প্রার্থীই তাদের আয়কর বিরণী প্রকাশ করেছেন। স্বচ্ছতার রীতি বজায় রাখার জন্যই তা করা হয়।
কিন্তু ট্রাম্প সেই রীতির বাইরে যাওয়ায় করের বিষয়টিতে গোপন কোনও কিছু থাকা নিয়ে আগে থেকেই প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি।