Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : রাজধানীর বিভিন্ন এলাকায় ০৩টি খাবার বিক্রেতা প্রতিষ্ঠান’কে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

রবিবার দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান জানান- “Food Place” হাউস নং-৪/এ, রোড নং-০১, গুলশান-১, ঢাকা’তে নোংরা পরিবেশ, পোড়া তৈল ব্যবহার এবং অতিরিক্ত দামে খাবার বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ বাবু মিয়া’কে ৩০ হাজার টাকা জরিমানা, “আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টস্” ৩৯৯, স্বাধীনতা স্বরণী রোড, উত্তর বাড্ডা, ঢাকা’তে মিষ্টিতে মাছি থাকায় ও খাবার পণ্যের প্যাকেটের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকায় ব্যবস্থাপক জুয়েল মিয়া’কে ৫০ হাজার টাকা জরিমানা এবং “তৃপ্তি হোটেল” ক/৮৫/৩, শাহজাদপুর বাসস্ট্যান্ড, গুলশান, ঢাকা’তে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারের মূল্য, উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকায় ব্যবস্থাপক নুরুল ইসলাম’কে ৩০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল।

তিনি আরোও জানান “ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে”।