খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : রাজধানীতে রমনা থানার সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের গাড়ী চুরি ও ছিনতাই প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতের নাম-মোঃ ইউসুফ (৩০)। এ সময় তার নিকট থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রি করার কাজে ব্যবহৃত একটি পাজারো জীপ যার নাম্বার- ঢাকা মেট্রো-ঘ-০২-১৬৪৯ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা। মোঃ ইউসুফের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার ঢেকিলার বিল গ্রামে।
গতকাল রবিবার সন্ধ্যা ৮টার দিকে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর দক্ষিণ পার্শ্বের এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য পাজারো জীপসহ মাদক বিক্রেতারা অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির উক্ত টিমটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি ফ্ল্যাগ ষ্ট্যান্ড লাগানো পাজারো জীপ ও ৫০ হাজার মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাজারো জীপটিতে ফ্ল্যাগ ষ্ট্যান্ড লাগানোর বিষয়টি সম্পর্কে জানা যায়, পাজারো জীপে ফ্ল্যাগ ষ্ট্যান্ড লাগানো থাকলে সরকারী গাড়ি ভেবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গাড়ি চেক করা থেকে বিরত থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্রগ্রামের মাদক ব্যবসায়ীদের নিকট হতে সংগ্রহ করে পরে অভিনব কায়দায় ফ্ল্যাগ ষ্ট্যান্ড লাগানো পাজারো জীপে বহন করে ঢাকা মহানগরের বিভিন্ন ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে।
তার বিরুদ্ধে রমনা থানায় মামরা রুজু করা হয়েছে। ঢাকা ও চট্রগ্রাম শহরে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে ডিবি দক্ষিণ সূত্রে জানা যায়।