খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২শত পিছ ইয়াবাসহ মাদক সম্রাট বাবা দুলাল (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।
রবিবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই, এ.কে.এম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ এর নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, প্রতিদিনের মত ইয়াবা দুলাল তার বাড়িতে ইয়াবা বিক্রি করে আসছিল। সে এলাকায় ইয়াবা স¤্রাট বাবা দুলাল নামে পরিচিত । পুলিশ ইয়াবা স¤্রাটের বসত বাড়িতে অভিযান চালিয়ে ২শ পিছ ইয়াবা(বাবা)সহ দুলালকে গ্রেফতার করে।
সোমবার সকাল ১২টায় তাহিরপুর থানার এসআই অমিত কুমার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর টেবিল ৯এর(খ) ধারায় ইয়াবা সম্রাট দুলালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করে। এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।