খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : দিনাজপুরে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ মোবাইল মাল্টিব্রান্ড শপ স্কাই টেল এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
২ অক্টোবর রোববার দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র মুন্সিপাড়াস্থ বুটিবাবুর মোড় এলাকায় মনিজা খাতুন কমপ্লেক্স-এ উত্তরাঞ্চলের সবৃবৃহৎ মোবাইল মাল্টিব্রান্ড শপ সাই টেল এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. খালেকুজ্জামান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদসহ স্থানীয় সুধীবৃন্দ। স্কাই টেল এর সত্বাধিকারী মোঃ মুরশীদ আলম (বাপ্পী) জানান, স্কাই টেল শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বিশ^খ্যাত বিভিন্ন ব্রান্ডের স্মার্ট মোবাইল এর বিপুল সমাহারসহ প্রত্যেকটি কোম্পানীর নিজস্ব প্যাভিলিয়ন, যা আপনাকে নিয়ে যাবে বিশ^স্ততার চরম শিখরে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ফিতা ও কেক কেটে স্কাই টেল এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।