Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
untitledখোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : পিরোজপুর প্রতিনিধি :পুলিশী বাধার কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদের বিক্ষোভ মিছিল করতে পারেনি পিরোজপুর জেলা বিএনপি।

সোমবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশের বাধার কারণে তা পণ্ড হয়ে যায়।

পরে দলীয় কার্যালয়ে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জহুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, শিল্প বিষয়ক সম্পাদক নাদের খান রাজু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামার চাঁন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেন, জেলা জাসাসের আহবায়ক মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদল নেতা তানজীদ হাসান শাওন, মাহাদী হাসান মেহেদী প্রমুখ।
এ সময় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশের মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তখন বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে।

একদিকে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডের নামে নির্যাতন করছে পাশাপাশি বিরোধী দলের প্রধান নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে নিক্ষেপ করছে। তিনি আরো বলেন দেশে বর্তমানে আইনের শাসন এবং জনগণের নিকট কোন জবাবদিহিতা নেই বলেই গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীরা দেশকে বিরোধী দলশূন্য করার জন্য এবং চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে এবং দলীয় সন্ত্রাসীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নির্যাতন-নিপীড়ন ও হত্যাকান্ড অব্যাহত রেখেছে।