
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পূবালী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী ব্যাংকের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যাংকের মুনাফা ও সক্ষমতা অর্জনের জন্য চ্যালেঞ্জ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের অর্থ যথাযথভাবে বিনিয়োগ, শ্রেণীকৃত ঋণ কমানো, অপকর্ম প্রতিরোধ এবং সবধরণের অব্যবস্থাপনা দূরীকরণে সর্বাতœক প্রচেষ্টা গ্রহণের জন্য সবাইকে তিনি দিক-নির্দেশনা প্রদান করেন। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।