খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : জেলা পরিষদের প্রশাসকরা পরিষদের নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করতে হবে।
এ বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন)-২০১৬’ আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
এর আগে গত ২৯ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
তখন এটি অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবও অনুমোদন দেয়। সংসদ অধিবেশন না থাকায় এ সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
পরে ৫ সেপ্টেম্বর অধ্যাদেশ জারি করা হয়।
মন্ত্রিসভা কোনো পরিবর্তন ছাড়াই ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬’ আইন আকারে জারির প্রস্তাবও অনুমোদন দেয়।