খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : আবারও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরল ভারত। আজ সোমবার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে টেস্টের শীর্ষস্থান পুনরুদ্ধার করল কোহলির দল।
গত মাসে ভারতের কাছ থেকে টেস্টের শীর্ষস্থান কেড়ে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে কানপুরে নিজেদের ৫০০তম টেস্টে ১৯৭ রানের বিশাল জয়ে পাকিস্তানের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ছিল ভারত।
আর আজকের জয়ে পাকিস্তানকে হটিয়ে আবার টেস্টের সিংহাসনে বসল দলটি।