Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : মুন্সিগঞ্জ : শারদীয় দুর্গা পূজা উৎসবকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পুলিশ লাইন প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২৮৩ টি মন্দিরের মধ্যে জেলার সিরাজদিখান উপজেলায় ৯৬টি, শ্রীনগরে ৬৭টি, টঙ্গীবাড়িতে ৪৭, মুন্সিগঞ্জ সদরে ৩৪টি, লৌহজংয়ে ৩০টি ও গজারিয়ায় ৯টি মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। এছাড়া শ্রীনগর উপজেলায় আরও ৩টি পূজা হওয়ার সম্ভবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সার্বিক নিরাপত্তা বিশেষ করে প্রতিমা তৈরি, মন্ডপ সাজানো, সাউন্ড সিস্টেমের ব্যবহার, বিদ্যুৎ সরবরাহ, মন্দিরে নারী-পুরুষদের প্রবেশ ও বাহির হওয়ার পথ, পারিপার্শ্বিক পরিবেশ ইত্যাদি খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় উক্ত আলোচনাসভায়।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সমর কুমার ঘোষ, লক্ষী নারায়ণ জিওর মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দাস ববি, সরকারি হরগংগা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউর রহমান হিরু।