Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাল্য বিয়ের আয়োজনের অপরাধে কনের বাবা-মা সহ ৩ জন কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দু’ জনকে ১ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া বালাঘাট গ্রামের বাসিন্দা কনের বাবা আলাবক্স (৪৭) মা মনোয়ার বেগম (৩৮), ভগ্নিপতি জিল্লুর রহমান (২৮), গোলাম কিবরিয়া (১৮), রাজু (২৪) সোমাবার দুপুরে তাদেরকে লালমনিরহাট কারাগারে পাঠিয়েছেন পুলিশ। এর আগে সোমবার ভোরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুর রহমান এ কারাদন্ড প্রদান করেন।

পুলিশ সুত্রেজানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছে। এমন সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুর রহমান ও হাতীবান্ধা থানা এ এস আই অরুপ দত্ত সঙ্গীয় ফোর্সসহ তাদের বাড়িতে গিয়ে আটক করেন।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজিজুর রহমান বলেন, বাল্য বিয়ের আয়োজনের অপরাধে আটকৃত আলাবক্স, জিল্লুর রহমান ও রাজু মিয়াকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও মনোয়ারা বেগম, গোলাম কিবরিয়াকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে ভ্রাম্যমান আদলতে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের সোমবার দুপুরে জেল হাজতে পাঠান হয়েছে বলে জানিয়েছেন।