খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : জিম্বাবুয়েকে দুবার এরপর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সদ্যই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের সপ্তম স্বর্গে পা রাখতে চায়। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সাত নম্বর সিরিজটি জিততে চায় টাইগাররা।
আজ মিরপুরে অনুশীলনের পর এমনটিই জানালেন তরুণ মোসাদ্দেক আলী সৈকত। দলের নবীনতম এই সদস্য ইংলিশদের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন।
সৈকত বলেন, ‘দল হিসেবে আফগানিস্তানের ইংল্যান্ড চেয়ে অনেক ভালো। ওদের বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে। তবে আমি মনে করি হোম কন্ডিশনে আমরাই এগিয়ে থাকবো।’
ইংল্যান্ড সিরিজ জিতে টানা সপ্তম সিরিজ জয় করতে চান তরুণ এই অলরাউন্ডার। তিনি আরো বলেন, ‘আমরা ছয়টি সিরিজ টানা জিতেছি। এই সিরিজ আমরাই ফেভারিট। এবার সপ্তম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব আমরা।’
তবে ইংল্যান্ড সিরিজ সহজ হবে না বলেও জানান সৈকত।