Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

71খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার ‘জঙ্গি’ রাকিবুল ইসলাম রিগ্যান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে রিগ্যানকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারকের খাসকামরায় রিগ্যান ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রাত ৮টায় এ স্বীকারোক্তি শেষ হলে বিচারক রিগ্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগরের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ‘জঙ্গি’ রিগ্যানকে ছয়দিনের রিমান্ডে পাঠান। সেই রিমান্ড শেষ হলে তাঁকে আজ আদালতে হাজির করা হয়।
গত ২৫ জুলাই কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি অভিযানের সময় রিগ্যানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ হামলার পর মোট ২৮ জন নিহত হয়।
পরে গুলশান থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম রিমান্ড শেষে এখন কারাগারে আটক রয়েছেন। অপরদিকে তাহমিদ হাসিব খান জামিনে রয়েছেন। তবে তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা না পাওয়ায় পুলিশ ৫৪ ধারা থেকে অব্যাহতির আবেদন করেন। তবে তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে পুলিশ। এ বিষয়ে আগামীকাল শুনানি হওয়ার জন্য দিন নির্ধারিত রয়েছে।