খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ : বগুড়ার ডিবি এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কাহালু উপজেলার মালঞ্চা স্কুলের সামনে থেকে ৩০ পিচ ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার করেন। গ্রেফতাকৃতরা হলেন কাহালু উপজেলার অঘোর মালঞ্চার তালুকদার পাড়ার মোফাজ্জল হোসেনের পুত্র আব্দুল মোমিন সরকার (২২) ও আব্দুল হালিম সরকারের পুত্র ফিরোজ আহমেদ সরকার (২৩)। তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।