Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রপত্রিকার বেশির ভাগই প্রকাশ্যে সমর্থন দিয়েছে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিলারি ক্লিনটনকে। এর মধ্যে অনেক পত্রিকা তাদের শত বর্ষেরও বেশি সময়ের প্রথা ভেঙেছে।
রিপাবলিকান দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরও সমর্থন পেয়েছেন হিলারি। এর মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য হলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ।

তিনি তো প্রকাশ্যে বলে দিয়েছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন হিলারিকে। এবার তার নাতনি বারবারা বুশ ও পুত্রবধু, সাবেক ফাস্ট্রলেডি লরা বুশকেও দেখা গেছে হিলারি ক্লিনটনের শিবিরে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের একটি সুখ্যাত পরিবার ডেমোক্রেটদের সঙ্গে হাত মিলিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

এতে বলা হয়েছে, শনিবার রাতে প্যারিসে হিলারি ক্লিনটনের তহবিল সংগ্রহের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা গেছে সাবেক ফার্স্টলেডি লরা বুশ ও তার মেয়ে বারবারা বুশকে। সেখানে তহবিল সংগ্রহের এ আয়োজন করেন হিলারি ক্লিনটনের দীর্ঘ সময়ের কর্মী হুমা আবেদিন। ওই অনুষ্ঠানে ভৌগ ম্যাগাজিনের প্রধান সম্পাদক আনা উইনট্যুরও উপস্থিত ছিলেন।

সেখানে এ দু’স্বনামধন্য ব্যক্তিত্বের সঙ্গে ছবি তুলতে পোজ দেন বারবারা বুশ। এরপর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন অনেকে ওই ছবি পোস্ট করেন। এর মধ্য রয়েছেন অনলাইন ফ্যাশন বিষয়ক ওয়েবসাইট মোডা অপারেনডি’র সহ-প্রতিষ্ঠাতা লঁরা সান্তো ডোমিঙ্গো। এ বিষয়ে তিনি একটি হ্যাশট্যাগ চালু করেছেন। এর নাম দেয়া হয়েছে ‘#আই অ্যাম উইথ হার’।

এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। হিলারির সহযোগীদের কেউও এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ত্যাগ করে ডেমোক্রেট দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেয়া বুশ পরিবারের নতুন এ অধ্যায়ে সবাই চমকিত।

গত মাসে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ মেরিল্যান্ডের সাবেক লেফটেন্যান্ট গভর্নর ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডকে বলেছেন, তিনি ভোট দেবেন হিলারিকে। তবে তার ছেলে ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এখনও ট্রাম্পকে সমর্থন দেন নি।

ফ্লোরিডার সাবেক গভর্নর ও এবারে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ জেব বুশ তার অবস্থান পরিস্কার করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই।

বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্প বা হিলারি কাউকেই ভোট দেবেন না। তবে এ বছরের শুরুতেই বারবারা বুশের মা সাবেক ফার্স্টলেডি লরা বুশ ইঙ্গিত দিয়েছিলেন যে, ট্রাম্পকে বাদ দিয়ে তিনি হিলারিকে ভোট দিতে পারেন।

তিনি বলেছিলেন, আমি যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট চাই যিনি আফগানিস্তানের নারীদের বিষয়ে মনোযোগী হবেন এবং যুক্তরাষ্ট্রের নীতিকে অব্যাহত রাখবেন। তিনি পুরুষ বা মহিলা যে-ই হোন না কেন। একটি দেশ হিসেবে আমরা এমনটাই চাই।