Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 kamrun-bagdum-sm20161002214119

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ : ওয়াসফিয়া নাজরীন কে গ্রামীণফোন সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিতে তার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে সাতটি মহাদেশের সেভেন সামিট তথা সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী ওয়াসফিয়া গ্রামীণফোনের সাথে সামাজিক ক্ষমতায়নে কাজ করবেন।
২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদযাপন এবং এই সময়ে সকল ক্ষেত্রে নারীর অগ্রযাত্রাকে সম্মান জানাতে ওয়াসফিয়া তার মহাকাব্যিক অভিযাত্রা শুরু করেন। ২০১৫ তে তিনি প্রথম ও একমাত্র বাঙালি হিসেবে সেভেন সামিট জয়ের দূর্লভ রেকর্ড করেন এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে তোলেন।
গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উচ্ছসিত ওয়াসফিয়া বলেন, ‘গ্রামীণফোনের মতো বিশ্বস্ত একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমার ভালো লাগছে। এদেশে যাত্রা শুরুর পর থেকেই গ্রামীণফোন সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে। গ্রামীণফোন মানুষকে বহুদূর যেতে ও তাদের স্বপ্নের পেছনে ছুটতে অনুপ্রাণিত করছে। আমি কখনই আমার স্বপ্ন বিসর্জন দিইনি এবং লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। আমার বহুদূরের যাত্রা কেবল শুরু হয়েছে। আমার যেমন একটি লক্ষ্য রয়েছে। তেমনি ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোনেরও লক্ষ্য রয়েছে উৎকর্ষে পৌঁছানোর। প্রতিষ্ঠানটি তার লক্ষ্য অর্জনে নিরলসভাবে এগিয়ে যাচ্ছে।’
এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া বলেন, শুরু থেকেই গ্রামীণফোন সমাজের সামগ্রিক উন্নয়নে দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। গ্রামীণফোন নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে সব বয়স, শ্রেণি ও পেশার মানুষকে উৎসাহিত করতে বছরজুড়ে অনলাইন স্কুল, সাধারণ মানুষের শিক্ষার জন্য সহজে ইন্টারনেটে শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন বিষয়ক অন্যান্য উদ্যোগ নিয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়াসফিয়া দেশ ও দেশের মানুষকে গ্রামীণফোনের নানা উদ্যোগের সঙ্গে যুক্ত করে তাদের সফলতার পথে নেতৃত্ব দিতে চান।