Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: কথিত ইসলামিক স্টেট- আইএসের মূলহোতা স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ বলে জানা গেছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমন দাবি করেছে।
জানা গেছে, উত্তর ইরাকের নিনেভেহ শহরের বেয়াজ জেলায় বাগদাদি এবং আরও তিন আইএস কমান্ডারের জন্য প্রস্তুত করা খাবারে বিষ মেশানো হয়।
ইরাকি বার্তা সংস্থা ডব্লিউএএ-কে একটি সূত্র জানায়, বাগদাদিসহ চারজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে কড়া নিরাপত্তায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সন্ত্রাসী সংগঠনটি অভিযান শুরু করেছে বলেও জানা গেছে।
বাগদাদি এরআগে কয়েকবার আহত হয়েছিল বলে খবর বেরিয়েছিল। এবছরের শুরুর দিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সে নিহত হয়েছিল বলে খবর বের হয়। অবশ্য পরে সেটা ভুল প্রমাণিত হয়।
বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম। সে ১৯৭১ সালে উত্তর বাগদাদের সামারায় জন্মগ্রহণ করেছিল বলে ধারণা করা হচ্ছে। আইএসের উত্থানের শুরুতে বাগদাদি নিজেকে খলিফা ঘোষণা করে গোষ্ঠীটির নেতৃত্ব দিয়ে আসছে।