খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: বরগুনায় চলমান কনস্টেবল পদে চাকুরী পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে ঘুষ দাবী করায় অনিমেষ কির্তনীয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) রাতে ঘুষের টাকা নেয়ার সময় বরগুনা গার্লস স্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়। অনিমেষ বরগুনা সদর উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের সুনীল কির্তনীয়ার ছেলে।
বরগুনা সদর থানা সুত্রে জানা গেছে, বরগুনায় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে বরগুনা সদর উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দিপীকা বেপারী নামের একজন নারী প্রার্থী অংশ নেয়। ওই প্রার্থীকে অনিমেষ চাকুরী পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ২ লাখ টাকা ঘুষ দাবী করেন। সোমবার দুপুরে অনিমেষ ঘুষের টাকা নিতে আসলে পুলিশ ঘটনাস্থল থেকে অনিমেষকে আটক করে।
দীপিকার বাবা স্বপন চন্দ্র বেপারী বলেন, আমি ভ্যান চালিয়ে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে বড় করেছি যাতে ভালো একটা চাকুরী করতে পারে। আর এ কারনেই অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে ঢাকা থেকে বরগুনা আসছিলাম, যাতে মেয়েটার একটা চাকুরী হয়। প্রতারকের খপ্পরে পরে আমাদের সহায় সম্বল সব হারাতে বসেছিলাম। কিছু ভালো মানুষ আমাদের উদ্ধার করেছেন।
বরগুনা সদর থানার ওসি মো. রিয়াজ হোসেন বলেন, প্রতারক অনিমেষ এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।