খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: নীলফামারী ডোমারে চুরি করতে গিয়ে নব-নির্বাচিত ইউপি সদস্য সহ ৩জন আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে জোড়াবাড়ী ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালাম (৪৫) এবং তার সহযোগী সামসুল হক (৪০) ও রাজু আহমেদ (২৫), বোড়াগাড়ী ইউনিয়নের নয়নী বাগডোকরা চেয়ারম্যান পাড়া গ্রামের মৃত- সেবু রায়ের ছেলে মেঘনাথ রায়ের বাড়ীতে অটো রিক্সা চুরি করার সময় এলাকাবাসী টের পেয়ে চিৎকার করে। এসময় গ্রামবাসী ধাওয়া করে ইউপি সদস্যকে আটক করে। বাকী ২ সহযোগী পালিয়ে যায়। ইউপি সদস্যকে গাছে বেধে গন-ধোলাই দেয়। এরপর আজ মঙ্গলবার দুপুরে তার ২ সহযোগীকে জোড়াবাড়ী ইউনিয়ে তাদের বাড়ীতে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সহ তারবাড়ীতে তল্লাশি করে ১টি টেলিভিশন ও সাইকেল জব্দ করে। এরপর জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হাসান আহম্মেদ, তারদেরকে আটক করে পুলিশের হাতে দেয়। অলিয়ার রহমানের ছেলে আটক আব্দুস সালাম , মৃত্য ইজার আলী ছেলে রাজু আহম্মেদ (২৫)ও মৃত্য আমির হোসেনের ছেলে সামসুল হক (৪০) জোড়াবাড়ী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের ফকির পাড়া গ্রামে তাদের বাড়ী। ডোমার থানার পুলিশ তাদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করেন।