খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: পঞ্চগড় : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানের মধ্য দিয়ে পঞ্চগড় শহরের একটি মোটরসাইকেল শো-রুম সহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পঞ্চগড় শহরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই বাজার অভিযান পরিচালনা করেন।
নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্যে মোটর সাইকেল বিক্রির দায়ে বাজাজ গ্রুপের এসএ এন্টার প্রাইজকে ১৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে আতিক ফার্মেসীকে ১০ হাজার, ওজনে কম দেওয়ার দায়ে এমদাদুল খড়ি (লাকড়ি) ঘরকে ১ হাজার, মূল্য তালিকা না থাকায় আশরাফ হোটেলকে ৫০০ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রির দায়ে ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভোক্তাদের অধিকার হরণ করে অতিরিক্ত মূল্য নেওয়া, মুল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার ও ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়েছে।