Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
14543519_1285727858113709_359262035_nখোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক ৬৮-তে পা রাখলেন,মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ০৪ অক্টোবর ১৯৪৯ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্ভুক্ত এবং হালদা নদীর তীরে অবস্থিত ‘উত্তর বুড়িশ্চর’ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব এস এম হাফেজ আহমেদ (ডিসেম্বর ২০১০ এ মরহুম) এবং মাতা আলহাজ্ব সামসুন্নাহার। তাঁর শৈশব কাটে নিজ গ্রামে এবং চট্টগ্রাম বন্দরের সন্নিকটে অবস্থিত, ‘বন্দর উত্তর আবাসিক এলাকা’ বা পোর্ট নর্থ কলোনী-তে। দেখতে দেখতে মিডিয়া ব্যক্তিত্ব, রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা আজ ৬৭ বছর পূর্ণ করে ৬৮-তে পা রাখলেন। তাঁর শুভ জন্মদিনে বিশ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। আজ সকাল ১০.০০টায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা তাঁর ডিওএইচএস-এর বাসভবনে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।